হাওর বার্তা ডেস্কঃ ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। এ সময় যেন চুরি-ডাকাতি না ঘটে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।
আজ সোমবার সকালে ডিএমপির সদর দপ্তরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘নিজেরা ঈদের নামাজ না পড়ে সাধারণ মানুষের নামাজে নিরাপত্তা দিয়েছি। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইনশৃঙ্খলা ভালো রাখা সম্ভব হয়েছে। এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিরাপদে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছেন নগরবাসী। সারা দেশে উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি।
ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল, উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাসায় ফিরেছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে কঠোর নিরাপত্তা ছিল। উৎসবমুখর পরিবেশে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মানুষ। আবার ঈদের ছুটিটা চ্যালেঞ্জও। কেননা, অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সেজন্য সিকিউরিটি গার্ডের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ঈদ পুনর্মিলনীতে অংশ নেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব স্তরের পুলিশ সদস্যকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কমিশনার।