হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের ২১টি থানা ও ৮ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
মূলত আগামী দিনের নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতেই নতুন এসব থানা ও ওয়ার্ড কমিটিগুলো করা হয়েছে।
ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নতুন ঘোষিত থানা কমিটি গুলো হলো-
ধানমন্ডি থানা- সভাপতি-শেখ রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক-আবুল খায়ের বাবুল, সাংগঠনিক সম্পাদক-শফিক উদ্দিন ভুইয়া,জামান হোসেন জুয়েলসহ ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
কলাবাগান থানা– সভাপতি-সিরাজুল ইসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক-মো. সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক-মো. খলিল কিবরিয়া লাকীসহ ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
হাজারীবাগ থানা– সভাপতি-মজিবুর রহমান মজু, সাধারণ সম্পাদক-আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক-আব্দুর রউফ সবুজসহ ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
কামরাঙ্গগীর চর থানা– সভাপতি-হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক-মো. নাঈম, সাংগঠনিক সম্পাদক-হাজী মো. আওলাত হোসেন, মো. শহীদুল হক সহ ১৯সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
নিউ মার্কেট থানা– সভাপতি-এড. মকবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক-হাজী জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক-মিজানুর রহমান, হারুন হাওলাদার, হাসিবুর রহমান হাসিবসহ ২২সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
যাত্রাবাড়ী থানা–সভাপতি-নবীউল্লাহ নবী ,সিনিয়র সহ-সভাপতি-মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ আতিক, সাধারণ সম্পাদক-আলহাজ বাদল সরদার, সাংগঠনিক সম্পাদক-মো. মিজানুর রহমান ভান্ডারিসহ ১৯সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
ডেমরা থানা– সভাপতি-মো. জয়নাল আবেদীন রতন , সিনিয়র সভাপতি-আকবর হোসেন নান্টু, সাধারণ সম্পাদক-মো. আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক-মো. খোরশেদ আলমসহ ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
ওয়ারী থানা– সভাপতি-হাজী লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি-সাব্বির আহম্মদ আরিফ ,সাধারণ সম্পাদক-মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক-মো. সেলিম, কে এম টমাসসহ ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
মতিঝিল থানা– সভাপতি-হাসিবুর রহমান মানু, সাধারণ সম্পাদক-আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক-মো. আক্তার হোসেনসহ ৭৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
শ্যামপুর থানা–সভাপতি-আ. ন. ম. সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি-হাজী মোজাম্মেল, সাধারণ সম্পাদক-আলিম আল রাজ জুয়েল, সাংগঠনিক সম্পাদক-কাজী মাহবুব মাওলা হিমেল, শাহ আলম মোল্লাসহ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
কদমতলী থানা– সভাপতি-হাজী মির হোসেন মিরু, সাধারণ সম্পাদক-তানভীর আহম্মদ রবিন, সাংগঠনিক সম্পাদক-বাদল রানা,বাবুল তালুকদারসহ ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
কোতয়ালী থানা– সভাপতি-হায়দার আলী বাবলা, সিনিয়র সহ-সভাপতি-মোশারফ হোসেন রিপন, সাধারণ সম্পাদক-আনোয়ার আল আজিম, সাংগঠনিক সম্পাদক-মো. রিয়াদ, মোল্লা সাইফুল, মুসতাক আহম্মেদসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
শাহবাগ থানা– সভাপতি-আবুল আহসান তালুকদার ননী, সিনিয়র সহ-সভাপতি-মো. সামছুল আলম চিনু, সাধারণ সম্পাদক-এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক-সামসুদ্দিন ভুইয়াসহ ২৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
সবুজবাগ থানা– সভাপতি-হাজী মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক-মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক-কাজী মো. ইয়াহিয়া বাবুসহ ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
মুগদা থানা— সভাপতি মো. আলী চায়না, সিনিয়র সহ-সভাপতি-মো. মাসুদ হোসেন ,সাধারণ সম্পাদক-সামসুল হুদা কাজল, সাংগঠনিক সম্পাদক-মো. নুরুল হুদাসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
পল্টন থানা– লোকমান হোসেন ফকির, সিনিয়র সহ-সভাপতি-এম এম আব্বাস, সাধারণ সম্পাদক-মো. কাজী হাসিবুর রহমান শাকিল, সাংগঠনিক সম্পাদক-ফিরোজ আলম পাটোয়ারী সেকেন্দার ব্যাপারী, ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক- শাহাদাত হোসেন তুহিনসহ ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
রমনা থানা– সভাপতি-আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক-মো. আশরাফুল ইসলামসহ ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
গেন্ডারিয়া থানা– সভাপতি-মকবুল ইসলাম খান টিপু, সিনিয়র সহ-সভাপতি-হাজী লিয়াকত, সাধারণ সম্পাদক-আ. কাদের, সাংগঠনিক সম্পাদক-হাফেজ ওয়াছেক বিল্লাহ, ডালী মামুনুর রশিদ অপুসহ ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
চক বাজার থানা– সভাপতি-আনোয়্র পারভেজ বাদল, সিনিয়র সহ-সভাপতি-হাজী টিপু সুলতান, সাধারণ সম্পাদক-শহিদুল ইসলাম বাবুলসহ ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
সূত্রাপুর থানা– সভাপতি-এম এ সাহেদ মন্টু, সিনিয়র সহ-সভাপতি-আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক-আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক-হাজী আক্তার, আহসানুজ্জামান তানভীরসহ ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
বংশাল থানা– সভাপতি-তাইজুল ইসলাম তাইজু, সাধারণ সম্পাদক-মামুন আহম্মেদ মামুন, সাংগঠনিক সম্পাদক-হাজী মো. আদিলশাহসহ ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যেসব ওয়ার্ড কমিটি করা হয়েছে সেগুলো হলো-
শাহবাগ থানা ২০ নম্বর ওয়ার্ড- সভাপতি-জাহিদ হোসেন নোয়াব, সি. সহ-সভাপতি-তৌহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক-মো. রফিকুল ইসলাম স্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক-মোর্সেদ আলমসহ ২০৩ সদস্য বিশিষ্ট কমিটি।
রমনা থানা ১৯ নম্বর ওয়ার্ড- সভাপতি-আবদুল মোতালেব রুবেল, সাধারণ সম্পাদক-হুমায়ুন কবিরসহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি।
হাজারী বাগ থানা ১৪ নম্বর ওয়ার্ড- সভাপতি-জাহাঙ্গীর আলম ভুইয়া, সাধারণ সম্পাদক-হুমায়ুন কবিরসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি।
হাজারী বাগ থানা ২২ নম্বর ওয়ার্ড- সভাপতি-নুরুল হক আরজু, সি. সহ-সভাপতি-ইসলাম উদ্দিন, হাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক-মো. আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক-মো. খোকনসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি।
কামরাঙ্গীর চর থানা ৫৭ নম্বর ওয়ার্ড- সভাপতি-আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক-জুরায়ের আহম্মেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক-মো. খায়ের উদ্দিন, মো. রাসেলসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি।
কামরাঙ্গীর চর থানা ৫৬ নম্বর ওয়ার্ড- সভাপতি-মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক-গোলা।
কামরাঙ্গীর চর থানা ৫৬ নম্বর ওয়ার্ড- সভাপতি-মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক-গোলাম রসুল শামীম, সাংগঠনিক সম্পাদক-মো. আনোয়ার হোসেন, মো. সিরাজুল হক মোড়লসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
কামরাঙ্গীর চর থানা ৫৫ নম্বর ওয়ার্ড- সভাপতি-শহিদুল হক, সাধারণ সম্পাদক-মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-দীন ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
সূত্রঃ ইত্তেফাক