হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপি এলাকায় মাদকবিরোধী বা জঙ্গিবিরোধী অভিযানের নামে কোনো নিরীহ লোককে হয়রানি করা হবে না। যদি করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কমিশনার বলেন, ‘সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। এই সমাজে আমরা আরেকটি ঐশী সৃষ্টি করতে দেব না। আর এ জন্যই আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। কাউকে একবিন্দু ছাড় দেয়া হবে না। তবে নিরীহ লোকের ভয়ের কোনো কারণ নেই।
‘মাদক ব্যবসায়ীরা যেই হোক, তাদের যেকোনো মূল্যে বিচারের আওতায় আনা হবে। মাদকের সকল আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে’ বলেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে কমিশনার বলেন, ‘আজ ১৬ রমজান, আজ পর্যন্ত ঢাকা শহরে কোনো ছিনতাই নেই, কোনো ডাকাতি নেই। কোনো দস্যুতা নেই, কোনো অজ্ঞানপার্টি বা মলম পার্টি নেই। গভীর রাত পর্যন্ত মানুষ শপিংমলে কেনাকাটা করছে। কারণ আমরা সারা রাত-দিন আপনাদের পাহারা দিচ্ছি।