হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রোহিঙ্গা ইস্যুতে প্যারিস গেছেন। ফ্রান্স পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের উদ্যোগে ‘International Conference on the Rohingya’s situation in Burma (Myanmar) and Bangladesh’ শীর্ষক সম্মেলনে অংশ নিতে তিনি।
১ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এ সময় স্পিকার রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।সফর শেষে ৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।