মার্কিন ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডিঅ্যাআরপিঅ্যা) গতিবেগ পরিবর্তন করা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এমন একটি আগ্নেয়াস্ত্র প্রযুক্তি উদ্ভাবন করেছে।
ডেইলিমেইল’র খবরে বলা হয়েছে, ‘স্মার্ট বুলেট’ নামে নতুন আবিষ্কৃত এ আগ্নেয়াস্ত্র প্রযুক্তির বুলেট .৫০ ক্যালিবার এবং সর্বোচ্চ ১০০ ফিট দূরে সরে যাওয়া লক্ষবস্তুকে আঘাত হানতে সক্ষম।
হলিউডের কিছু সিনেমাতে বিমান থেকে ছোড়া গুলি যেভাবে লক্ষবস্তু সরে গেলেও নিখুঁতভাবে নিশ্চিত আঘাত হানার দৃশ্য দেখা যায় তেমনভাবেই ‘স্মার্ট বুলেট’ও কাজ করবে।
‘ডিঅ্যাআরপিঅ্যা’ সংস্থাটি এ প্রকল্পের নাম দিয়েছে ‘এক্সিম একিউরেসি টাস্কড্ অর্ডিয়ান্স।’ প্রযুক্তিটি ভবিষ্যতে যুদ্ধযান যেমন ট্যাঙ্ক, বিমান, ইত্যাদিতে ব্যবহার করা হবে বলে জানায় সংস্থাটি।