হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা শহরের একমাত্র শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৮ এপ্রিল শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া উপভোগ ও পুরুস্কার বিতরণ করেন–অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রবীন শিক্ষক মোঃ হোসেন আলী ও হাবিবুল্লাহ বাহার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য, ও সকল সহকারী শিক্ষকগনের সমন্বয়ে বিদ্যালয়ের বাচাইকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০টি ইভেন্টে সর্বমোট ১৫০ টি পুরুস্কার প্রদান করা হয়।
তাছাড়া উপস্থিত সকল অতিথিদেরকেও বিশেষ পুরুস্কারে পুরুস্কিকরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়েরর সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষক , প্রাক্তন ছাত্রবৃন্দ, অবিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনায় বক্তাগন বলেন, খেলা-ধুলায় এই স্কুলের সুনাম রয়েছে সারাদেশব্যপী, যে কোনো প্রতিযোগিতায় এই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা অর্জন করেছে শ্রেষ্টত্বের পুরুস্কার।