ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিএনপিও চায় না তারেক দেশে আসুক : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুক। এতদিন শুনতাম চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছেন। এখন দেখি অন্য কথা। তারেক জিয়া দেশ থেকে চলে গেছেন আর রাজনীতি করবেন না বলে। এখন তিনি পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ভূলতা-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন শেষে উজান গোবিন্দীতে এক জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলছে। তারা সকালে একটা, বিকেলে আরেকটা বলছে। খাদের কিনারায় এসে তারা লাফালাফি করছে।

তিনি বলেন,  দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন সবচেয়ে দক্ষ প্রশাসক। তিনি একজন সৎ, আদর্শবান ও পরিশ্রমী মানুষ। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখছেন। এসব ভূমিকার জন্য তিনি অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড  পেয়েছেন।

কাদের আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগই সবচেয়ে বেশি সময় ক্ষমতায় রয়েছে। বিএনপি আন্দোলন করবে এ বছর নাকি সে বছর। রোজার ঈদের পর নাকি কুরবানির ঈদের পর সেটাই তারা ঠিক করতে পারছে না।

এ সময় জনসভায় উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, কাজের লোককে ভোট  দেবেন, দলের লাককে নয়। যিনি কাজ করে তাকেই নির্বাচিত করবেন। মনে রাখবেন টাকা পয়সা কিন্তু থাকবে না, মানুষের কাজে আসলে সেটাই থাকবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না, জনগণ যেভাবে ভালো থাকে সেভাবে কাজ করুন। ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ভালোবাসা হারাবেন না। জনগণের কাছে যান, তাদের জন্য কাজ করুন।

সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করছেন। তার নেতৃত্বে দেশ বদলে গেছে। এ সব কারণে দেশের জনগণ ভোটের মাধ্যমেই শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রশিদ ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

বিএনপিও চায় না তারেক দেশে আসুক : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুক। এতদিন শুনতাম চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছেন। এখন দেখি অন্য কথা। তারেক জিয়া দেশ থেকে চলে গেছেন আর রাজনীতি করবেন না বলে। এখন তিনি পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ভূলতা-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন শেষে উজান গোবিন্দীতে এক জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলছে। তারা সকালে একটা, বিকেলে আরেকটা বলছে। খাদের কিনারায় এসে তারা লাফালাফি করছে।

তিনি বলেন,  দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন সবচেয়ে দক্ষ প্রশাসক। তিনি একজন সৎ, আদর্শবান ও পরিশ্রমী মানুষ। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখছেন। এসব ভূমিকার জন্য তিনি অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড  পেয়েছেন।

কাদের আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগই সবচেয়ে বেশি সময় ক্ষমতায় রয়েছে। বিএনপি আন্দোলন করবে এ বছর নাকি সে বছর। রোজার ঈদের পর নাকি কুরবানির ঈদের পর সেটাই তারা ঠিক করতে পারছে না।

এ সময় জনসভায় উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, কাজের লোককে ভোট  দেবেন, দলের লাককে নয়। যিনি কাজ করে তাকেই নির্বাচিত করবেন। মনে রাখবেন টাকা পয়সা কিন্তু থাকবে না, মানুষের কাজে আসলে সেটাই থাকবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না, জনগণ যেভাবে ভালো থাকে সেভাবে কাজ করুন। ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ভালোবাসা হারাবেন না। জনগণের কাছে যান, তাদের জন্য কাজ করুন।

সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করছেন। তার নেতৃত্বে দেশ বদলে গেছে। এ সব কারণে দেশের জনগণ ভোটের মাধ্যমেই শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রশিদ ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া প্রমুখ।