বাংলাদেশের কোনো নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের কোনো নির্বাচনে ভারত আগেও হস্তক্ষেপ করেনি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলটির ১৯ সদস্যের প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আমরা ১৯ সদস্যের একটি দল ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবো। সেখানে পার্টি টু পার্টি আলোচনা হবে। পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও আলোচনা হবে। এই সফরটি খুব শর্ট কিন্তু গুরুত্ববহ।’

তিনি বলেন, ‘ভারতে কর্মসূচির মধ্যে আছে, ২২ এপ্রিল মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণ ও বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে নৈশভোজে অংশগ্রহণ। ২৩ এপ্রিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সঙ্গে আলোচনা আর ২৪ এপ্রিল ভারত ত্যাগ।’

এর আগেও ভারত যাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘এই সফরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এখানে অন্য কোনো কারণ খোঁজার কারণ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভারত সফর নিয়ে কথা উঠছে কেন। ক’দিন আগেও তো ২০ সদস্যের বেশি প্রতিনিধিদল চিন সফরে গিয়েছিল। চিনকে তাহলে আপনারা ছোট করে দেখছেন?’

মন্ত্রী বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, ভারতের সাথে আমাদের সীমান্ত অনেক বড়। তাদের সাথে যুদ্ধ করে তো সমাধান হবে না। আলাপ-আলোচনা করেই সমাধান করতে হবে।’

সফর প্রসঙ্গে আওয়ামী লীগ এ নেতা বলেন, ‘আমাদের ভিজিটটা যেহেতু খুব ছোট, তারপরও সবধরনের চেষ্টা থাকবে। কথা হবে। ভারতের কেন্দ্রীয় সরকার চাইলেই তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গের একটা প্রভাব আছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো বাম রাজনীতি করে এসেছেন। আল্লাহ্‌ খোদার ভয় নেই। আমি এখন এই রুম থেকে অন্য রুমে যাওয়ার পর জীবিত থাকবো কিনা সেটাই তো জানি না। আল্লাহ্‌ জনেন হায়াৎ মরণের বিষয়টা।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর