কিশোরগঞ্জের তাড়াইলে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সুমন মিয়া, তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে আজ রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা বিকেল ৪ ঘটিকায় শেষ হয়েছে।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-॥ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি কৃষক প্রশিক্ষণ প্রযুক্তি-ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির এই প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তাড়াইল উপজেলার মোট ৭০টি সমিতির মধ্যে আজ ২টি সমিতির ৬০জন নারী পুরুষ প্রশিক্ষণ নিচ্ছেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর-ই-আলমের সভাপতিত্বে বোরগাঁও ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম এবং কাজলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সমন্ধে প্রশিক্ষণ পরিচালনা করে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর