সুমন মিয়া, তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে আজ রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা বিকেল ৪ ঘটিকায় শেষ হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-॥ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি কৃষক প্রশিক্ষণ প্রযুক্তি-ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির এই প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তাড়াইল উপজেলার মোট ৭০টি সমিতির মধ্যে আজ ২টি সমিতির ৬০জন নারী পুরুষ প্রশিক্ষণ নিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর-ই-আলমের সভাপতিত্বে বোরগাঁও ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম এবং কাজলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সমন্ধে প্রশিক্ষণ পরিচালনা করে।