হাওর বার্তা ডেস্কঃ উন্নয়নের সুবাতাস বইছে মোংলায় বন্দরের উপর দিয়ে। অবকাঠামোগত উন্নয়নের ফলে মোংলায় বন্দর দ্রুত আধুনিকায়নের দিকে অগ্রসর হতে যাচ্ছে। এর ফলে বন্দর ব্যবহাকারীসহ সবার নজর এখন এ বন্দরের দিকে পড়ছে। উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় ঘুরে দাঁড়িয়েছে এক সময়ের মৃত প্রায় এ বন্দর। সরকারের আন্তরিকতায় মোংলায় বন্দরের সকল কার্যক্রমের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যে এসেছে গতি। বন্দর ব্যবহারকারীরা যেভাবে চাচ্ছেন সেভাবে গড়ে তোলা হচ্ছে বন্দরকে। যারা বন্দর ব্যবহারের আগ্রহ দেখাচ্ছেন তাদের মতামতও নেওয়া হচ্ছে। মোংলায় বন্দরের পরিবারের সদস্যদের নিয়ে সৌন্দর্য্য উপভোগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মোংলা বন্দরের রেষ্টহাউস ‘পারিজাতে’ রাত্রিযাপনের পর সকালে জাহাজ যোগে বন্দরের পশুর চ্যানেল পরিদর্শন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি ও বন্দর ভবনে বৃক্ষরোপণ এবং দুইটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও দুইটি প্রকল্প উদ্বোধন করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, নৌ পরিবহনমন্ত্রী শাহাজান খান ও স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেকসহ স্থানীয় প্রশাসন ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিলাস জাহাজে করে মোংলা বন্দর থেকে পশুর চ্যানেল পরিদর্শনে করেন। এ সময় রাষ্ট্রপতি সুন্দরবনের সৌন্দর্য্য দেখেন। এ সময় রাষ্ট্রপতির সাথে ছিলেন তার সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম, বড় ছেলে কিশোরগঞ্জ-৪(ইটনা, মিঠামইন অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ও তার স্ত্রী এ্যাডভোকেট শামসুন নাহার নেলি, মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন ও তার স্ত্রী ।
গতকাল বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত পশুর নদীতে জাহাজে করে রাষ্ট্রপতির এ সুন্দরবন ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন রাষ্ট্রপতির বড় ছেলের স্ত্রী অ্যাডভোকেট শামসুন নাহার নেলি।
পশুর চ্যানেল পরিদর্শনের সময় রাষ্ট্রপতি সুন্দরবনের হারবাড়িয়া পর্যন্ত যান। মোংলায় ফিরে এসে তিনি হেলিকপ্টারযোগে বিকেলে ঢাকায় আসেন ।
(৪ এপ্রিল) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রাষ্ট্রপতি রাত্রিযাপন করেন বন্দরের রেস্ট হাউস ‘পারিজাতে’।