ইরানকে ৮-১ গোলে হারাল বাংলাদেশ

হাওর বার্তা ডেস্কঃ হংকংয়ে চার জাতি জকি ক্লাব নারী ফুটবল ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। মালয়েশিয়াকে ১০-১ গোলে হারানোর পর আজ ইরানকে ৮-১ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা।

আজ শনিবার হংকংয়ের মাটিতে ইন্টারন্যাশনাল ইয়ুথ ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্টের ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। গতকাল টুর্নামেন্টের প্রথম দিন মালয়েশিয়াকে ১০-১ গোলে হারায় বাংলাদেশ। আগামীকাল ১ এপ্রিল শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে।

মোট চারটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হলো বাংলাদেশ, হংকং, মালয়েশিয়া ও ইরান। লিগ পর্বে প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখি হবে। তারপর পয়েন্ট টেবিলে যারা শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন।

মাত্র তিন দিনেই টুর্নামেন্ট শেষ হবে। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই যদি বাংলাদেশ জিততে পারে তাহলে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে সিউ সাই ওয়ান স্পোর্টস গ্রাউন্ডে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে এ মেয়েরাই হয় অপরাজিত চ্যাম্পিয়ন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর