কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় ১০ কিলোমিটার গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

হাওর বার্তা ডেস্কঃ পাকুন্দিয়া উপজেলার ১০ কিলোমিটার গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। আজ শুক্রবার বিকালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির মধ্যে এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি কোদালিয়া চৌরাস্তা হইতে আশুতিয়া বাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চণ্ডিপাশা ইউনিয়ন আ. লীগের সভাপতি ডা. মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি।

এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবু নাসের ফারুক সঞ্জু, পৌরমেয়র মোঃ আক্তারুজ্জামান খোকন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শামছ উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সাবেক ভিপি মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি হেলাল উদ্দিন, চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জালাল উদ্দিন মিলন, সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শিকদার প্রমুখ।

এর আগে সকালে দরগা বাজার হইতে কুমড়ী ব্রীজ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ও হোসেন্দী নামাপাড়া ভায়া পূর্বপাড়া পর্যন্ত এক কিলোমিটার এবং হোসেন্দী গার্লস স্কুল হইতে কন্দরপদী পর্যন্ত এমএ মান্নান বিএবিটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এমপি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর