হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামের উপজেলায় প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
ভোর ৬.৩০ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যায় শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সুচনা করা হয় এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মোল্লাহ।
পরে তারা পুলিশ, আনসার, রোবার স্কাউট, বয়স্কাউট, গার্লস গাইড ও কাব স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের প্যারেড পরিদর্শন করে কুজকাওয়াজের মাধ্যমে অভিবাদন গ্রহন করার পর প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
বেলা ১১টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়ামে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম জেমস, ফজলুল হক হায়দারী বাচ্চু, রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অষ্টগ্রাম হোসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও গীতা পাঠ করেন অজিত দত্ত। আলোচনা অনুষ্ঠান শুরুর আগে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার জনাব রইছ উদ্দিন, সাবেক কমান্ডার জনাব আবুল বাশার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি নূরুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোঃ আফতাব, বাংলাদেশ মৎসজিবী সমবায় সমতির কেন্দ্রীয় সভাপতি এ,এফ,এম, মাসুক নাজিম, অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান (সাঈদ), অষ্টগ্রামের বিশিষ্ট নারী নেত্রী অধ্যাপিকা সৈয়দা নাসিমা আক্তার প্রমুখ।