ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হুমকি এসেছিল আইজিডাব্লিউ কোম্পানি থেকে : তারানা হালিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
  • ২৬৮ বার

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, তাকে হুমকি দেওয়া হয়েছিল একটি ইন্টারন্যাশনাল গেইটওয়ে (আইজিডাব্লিউ) প্রতিষ্ঠান থেকে।
আজ মঙ্গলবার তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। টেলিফোনে হুমকি দাতা শনাক্তে অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, একটি আইজিডাব্লিউ প্রতিষ্ঠান থেকে ওই টেলিফোন এসেছিল। তবে প্রতিষ্ঠানটির নাম বলেননি প্রতিমন্ত্রী।
হুমকিদাতার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, একটি আইজিডব্লিউ প্রতিষ্ঠান এটাই শুধু বলব, বাকিটুকু আপনারা খোঁজ করে বের করে নিন। এসব হুমকি এখন সব সময় পাচ্ছি, এসব হুমকি দিয়ে আমার কাজের গতি থামাতে পারবে না।
অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের প্রক্রিয়া নিয়ে টেলিফোনে ‘হুমকি’ পাওয়ার কথা গত শুক্রবার জানান তারানা হালিম।
গত বুধবার সচিবালয়ে তার দপ্তরে ফোন করে একটি পুরুষ কণ্ঠে হুমকি দেওয়া হয়। টেলিফোনে বলা হয়, অবৈধ ভিওআইপি ও সিম বন্ধে আপনি আরও ধীরে চলুন। এসব নিয়ে বেশি লাফালাফি করবেন না। থানায় জিডি না করলেও র‌্যাবকে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন তারানা হালিম।
এ বিষয়ে তদন্ত করে কোনো প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, এ বিষয়টি আমার জানা নেই।
গত শুক্রবার প্রতিমন্ত্রী বলেছিলেন, সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া শুরু হওয়ায় মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদীদের ‘মূলে হাত পড়েছে, এতে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও অবগত।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএলসহ বাংলাদেশে মোট আইজিডব্লিউ প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি। এর মধ্যে ২৩টি কাজ চালাচ্ছে।
বিদেশ থেকে আসা প্রতিটি কল দেশে ঢোকে আইজিডব্লিউর মাধ্যমে। তারপর আইসিএক্স- এর মাধ্যমে তা সংশ্লিষ্ট অপারেটর বা এএনএসে পৌঁছায়। অপারেটর গ্রাহকের ফোনে কলটির সংযোগ দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হুমকি এসেছিল আইজিডাব্লিউ কোম্পানি থেকে : তারানা হালিম

আপডেট টাইম : ১১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, তাকে হুমকি দেওয়া হয়েছিল একটি ইন্টারন্যাশনাল গেইটওয়ে (আইজিডাব্লিউ) প্রতিষ্ঠান থেকে।
আজ মঙ্গলবার তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। টেলিফোনে হুমকি দাতা শনাক্তে অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, একটি আইজিডাব্লিউ প্রতিষ্ঠান থেকে ওই টেলিফোন এসেছিল। তবে প্রতিষ্ঠানটির নাম বলেননি প্রতিমন্ত্রী।
হুমকিদাতার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, একটি আইজিডব্লিউ প্রতিষ্ঠান এটাই শুধু বলব, বাকিটুকু আপনারা খোঁজ করে বের করে নিন। এসব হুমকি এখন সব সময় পাচ্ছি, এসব হুমকি দিয়ে আমার কাজের গতি থামাতে পারবে না।
অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের প্রক্রিয়া নিয়ে টেলিফোনে ‘হুমকি’ পাওয়ার কথা গত শুক্রবার জানান তারানা হালিম।
গত বুধবার সচিবালয়ে তার দপ্তরে ফোন করে একটি পুরুষ কণ্ঠে হুমকি দেওয়া হয়। টেলিফোনে বলা হয়, অবৈধ ভিওআইপি ও সিম বন্ধে আপনি আরও ধীরে চলুন। এসব নিয়ে বেশি লাফালাফি করবেন না। থানায় জিডি না করলেও র‌্যাবকে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন তারানা হালিম।
এ বিষয়ে তদন্ত করে কোনো প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, এ বিষয়টি আমার জানা নেই।
গত শুক্রবার প্রতিমন্ত্রী বলেছিলেন, সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া শুরু হওয়ায় মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদীদের ‘মূলে হাত পড়েছে, এতে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও অবগত।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএলসহ বাংলাদেশে মোট আইজিডব্লিউ প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি। এর মধ্যে ২৩টি কাজ চালাচ্ছে।
বিদেশ থেকে আসা প্রতিটি কল দেশে ঢোকে আইজিডব্লিউর মাধ্যমে। তারপর আইসিএক্স- এর মাধ্যমে তা সংশ্লিষ্ট অপারেটর বা এএনএসে পৌঁছায়। অপারেটর গ্রাহকের ফোনে কলটির সংযোগ দেয়।