হাওর বার্তা ডেস্কঃ ২৬ মার্চ মহান সাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা উওরে সিটি কর্পোরেশন ভাটারা থানায় প্রায় কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে।
(সোমবার) ২৬ শে মার্চ মহান সাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সহযোগীতায় ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা যৌথ উদ্যোগে এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন করা হবে। উক্ত সেবামূলক কাজে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন – ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতির সভাপতি মোহাম্মদ হারুন-অর রশীদ পুলিশ সুপার গাজীপুর, উদ্ভোধন করবেন, আলহাজ্ব মোঃ আক্কাছ আলী বেপারী সাধারন সম্পাদক, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতি, আব্দুল ওয়াদুদ চৌধুরী চেয়ারম্যান দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা, চক্ষু শিবির পরিচালনায় থাকবেন লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডাস, ঢাকা, সার্বিক তত্ত্বাবধানে হাবিবুর রহমান হারমিন মেম্বার ৭ ওয়াড ভাটারা ইউনিয়ন পরিষদ,ঢাকা, অরো অন্যান্য সহযোগীরা থাকবেন।
জানা যায়, চক্ষু স্বাস্থ্য সেবা শিবিরে ঢাকার দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) অভিজ্ঞ চক্ষু চিকিৎসকসহ নিজস্ব চিকিৎসকরা রোগী দেখবেন। পরে চোখে লেন্স সংযোজন (অপারেশন) জন্য প্রাথমিকভাবে শতাধিকরোগীকে বাছাই করা হয়। প্রত্যেক রোগীকে হাসপাতালে চিকিৎসা ব্যায় ও থাকা খাওয়া ফ্রি। ঐ এলাকার সকলকে চক্ষু চিকিৎসা অংশ গ্রহণ করবেন। এছাড়াও প্রত্যেক শুত্রবার ঢাকাতে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), চার সার্কুলার রোড, ভুতের গলি, কলা বাগান ঢাকা, বিনামূল্যে চক্ষু রোগী দেখেন সহযোগী অধ্যাপক (চক্ষু) লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী।