হাওর বার্তা ডেস্কঃ মিঠামইন উপজেলার প্রত্যন্ত উড়িয়ন্দ গ্রামের ২৫০টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে উড়িয়ন্দ গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। নতুন এসব বিদ্যুৎ সংযোগের ফলে উড়িয়ন্দ গ্রামটি এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।
মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালের সভাপতিত্বে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো আব্দুস শাহিদ ভূইয়া,কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মনির উদ্দিন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মানিক, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো ইদ্রিছ আলী ও জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।