ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৫৬ বার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে আছেন- নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস পলাশ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম। তাদের নেতৃত্বে ইউনিয়নের শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

উপজেলার নিমপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কুদ্দুস পলাশ বলেন, ‘আমি একজন মহান বীর মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের চেষ্টায় নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কখনো অন্যায় করিনি। আর অন্যায়কে সমর্থনও দেইনি। নিমপাড়া ইউনিয়ন এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়েও তা বন্ধ করতে পারিনি সরকারদলীয় লোকজনের কারণে। আমি ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চাই। তাই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগদান করলাম।’

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন বলেন, ‘আমি উপজেলা নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়েই নারী ভাইস চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছিলাম। আমার স্বামী উপজেলা ছাত্রদলের সভাপতি। কিন্তু আমার সঙ্গে দলীয় কিছু নেতার মনোমালিন্য হওয়ায় ক্ষোভে আওয়ামী লীগে যোগদান করি। কিন্তু আমার সেই ভুল ভেঙে যাওয়ায় আমি পুনরায় বিএনপির আদর্শ বুকে ধারণ ও লালন করে ফিরে আসলাম।’

উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ বলেন, ‘পলাশ চেয়ারম্যানের মত আওয়ামী লীগের আরও বড় বড় নেতা এখন বিএনপিতে আসার জন্য উদগ্রীব। যে কোনো সময় আওয়ামী লীগের আরও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করবেন।’

তিনি আরও বলেন, সামনের আন্দোলন-সংগ্রামে পলাশের মত তুখোড় যুবনেতাকে সামনের নিয়ে দলীয় কর্মসূচি চারঘাটে কঠোরভাবে পালন করা হবে।

তবে এ ব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

এর আগে, ২ জুলাই রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিকট থেকে ফুল নিয়ে নাশকতার মামলার আসামি বিএনপি নেতা মুকলেছুর রহমান বাচ্চু ও জামায়াত নেতা হুমায়ন কবিরের নেতৃত্বে চারঘাটের ৬০ বিএনপি-জামায়াত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। গত শনিবার বিকেলে আরও ১৫ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আ’লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট টাইম : ১০:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে আছেন- নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস পলাশ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম। তাদের নেতৃত্বে ইউনিয়নের শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

উপজেলার নিমপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কুদ্দুস পলাশ বলেন, ‘আমি একজন মহান বীর মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের চেষ্টায় নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কখনো অন্যায় করিনি। আর অন্যায়কে সমর্থনও দেইনি। নিমপাড়া ইউনিয়ন এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়েও তা বন্ধ করতে পারিনি সরকারদলীয় লোকজনের কারণে। আমি ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চাই। তাই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগদান করলাম।’

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন বলেন, ‘আমি উপজেলা নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়েই নারী ভাইস চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছিলাম। আমার স্বামী উপজেলা ছাত্রদলের সভাপতি। কিন্তু আমার সঙ্গে দলীয় কিছু নেতার মনোমালিন্য হওয়ায় ক্ষোভে আওয়ামী লীগে যোগদান করি। কিন্তু আমার সেই ভুল ভেঙে যাওয়ায় আমি পুনরায় বিএনপির আদর্শ বুকে ধারণ ও লালন করে ফিরে আসলাম।’

উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ বলেন, ‘পলাশ চেয়ারম্যানের মত আওয়ামী লীগের আরও বড় বড় নেতা এখন বিএনপিতে আসার জন্য উদগ্রীব। যে কোনো সময় আওয়ামী লীগের আরও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করবেন।’

তিনি আরও বলেন, সামনের আন্দোলন-সংগ্রামে পলাশের মত তুখোড় যুবনেতাকে সামনের নিয়ে দলীয় কর্মসূচি চারঘাটে কঠোরভাবে পালন করা হবে।

তবে এ ব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

এর আগে, ২ জুলাই রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিকট থেকে ফুল নিয়ে নাশকতার মামলার আসামি বিএনপি নেতা মুকলেছুর রহমান বাচ্চু ও জামায়াত নেতা হুমায়ন কবিরের নেতৃত্বে চারঘাটের ৬০ বিএনপি-জামায়াত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। গত শনিবার বিকেলে আরও ১৫ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।