বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ,জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করেন শেখ হাসিনা।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর পুরস্কার অর্জনের খবর নিশ্চিত করেছেন।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক অচিম স্টেইনার এ বিষয়ে বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অর্জন আগে থেকেই জাতিসংঘে প্রশংসিত। জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরে বাংলাদেশের অর্জনগুলো আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দিকগুলো তুলে ধরে রিপোর্ট জমা দেওয়া হয়। এরই ভিত্তিতে নেতৃত্বের ক্যাটাগরিতে এই চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হচ্ছেন শেখ হাসিনা।
নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।