হাওর উপজেলাগুলোকে রক্ষার দাবিতে মানববন্ধন

হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনার হাওর উপজেলাগুলোকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার দাবিতে বুধবার সকালে নেত্রকোনা মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইইডি’র সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জন উদ্যোগ’ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে জনউদ্যোগের সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জন উদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ফেলো শ্যামলেন্দু পাল, নেত্রকোনা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ম, কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা সাংবাদিক সমিতির সহ-সভাপতি এ কে এম আব্দুল্লাহ, দৈনিক আলোকিত নেত্র পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান, নেত্রকোনা জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলপনা বেগম, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, রুর‌্যাল জার্নাালিস্ট ফোরামের সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস ও বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সজীব সরকার রতন প্রমূখ।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর