হাওর বার্তা ডেস্কঃ আইনজীবীর ভুলের কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার দুপুরে ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটি-এনজেসিসি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া আজ জেলে। তার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন।
তিনি বলেন, বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।
বিএনপি প্রধানের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের আছে। এখানে আইনের কোনো ব্যতয় ঘটেনি।
অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, যে হারে মামলা বাড়ছে সে তুলনায় বিচারকের সংখ্যা অনেক কম থাকায় জট কমছে না। এজন্য সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ি করেন তিনি। খুনের মতো গুরুতর অপরাধ ছাড়া অন্য মামলাগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সম্পন্ন করতে জনগণকে উৎসাহিত করার ওপর জোর দেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জাকির হোসেন জানান, ২০১৭ সালের তথ্য অনুযায়ী দেশে ৩৩ লাখের বেশি মামলা রয়েছে। যার মধ্যে ১৩ লাখ নিষ্পত্তি হলেও ঝুলে আছে ১৭ লাখের বেশি মামলা। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, বিভিন্ন কারাগারে বন্দী আছে ৭৯ হাজার তিনশ ১৫ জন আসামি। এদের মধ্যে দন্ডপ্রাপ্ত আসামির সংখ্যা বিশ শতাংশের কম।