হাওর বার্তা ডেস্কঃ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন নাসিমা আলম নামের এক মহিলা। নাসিমা নিজেকে রাষ্ট্রপতির ভাতিজি হিসেবে নিজের পরিচয় দিয়েছেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চেঙ্গেরখাল বালুমহাল থেকে ইজারা বহির্ভভাবে বালু উত্তোলনের দায়ে একটি নৌকাকে জরিমানা করা হলে তিনি এ হুমকি দেন।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল বালুমহাল গত এক বছর ধরে ইজারাবিহীন অবস্থায় রয়েছে। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে আরও উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাজি উল্যাহ এবং নন্দীরগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল।
সূত্রঃ সুরমা মেইল