হাওর বার্তা ডেস্কঃ আগামী ৩ মার্চ জেলা পুলিশ লাইন্স থেকে যে সকল কনস্টেবল নিয়োগ করা হবে তাদেরকে কোন টাকা বা ঘুষ প্রদান করতে হবে না বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান।
আজ শুক্রবার এসপি কিশোরগঞ্জ নামে ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি বার্তা প্রকাশ করা হয়। এতে নিয়োগের জন্য কাউকে কোন ধরণের ঘুষ প্রদান না করার জন্য সতর্ক করা হয়।
বার্তায় লেখা হয় “প্রতারক ও দালাল চক্রের প্রতারণা হতে সাবধান। আগামী ইং ০৩/০৩/২০১৮ তারিখে পুলিশ লাইন্স, কিশোরগঞ্জ মাঠে অত্র জেলার যোগ্য প্রার্থীদেরকে বাছাইয়ের মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবে। বিজ্ঞপ্তির শর্তানুসারে সব কিছু সঠিক থাকলে বিনা টাকায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগ পাবে।
এই নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক ও দালালচক্র টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নাম করে সাধারণ দরিদ্র প্রার্থী এবং তাদের অভিভাবকের নিকট থেকে অর্থ আদায় করার পাঁয়তারা করছে। উক্ত নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত (১০০/-) ট্রেজারী চালানের অতিরিক্ত কোন টাকা কাউকে দেয়ার প্রয়োজন নেই। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কেউ যেন টাকা কিংবা প্রতিশ্রুতির বিনিময়ে চাকুরী পাওয়ার নামে প্রতারিত না হন সেই লক্ষ্যে জনাব মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয় প্রার্থী এবং তাদের অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।