হাওর বার্তা ডেস্কঃ বিভিন্ন দূষণ ও বিপর্যয় থেকে হাওর এলাকাকে রক্ষায় এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে হাওর বাঁচাও আন্দোলনের আয়োজনে বোরহান উদ্দিনের সভাপতিত্বে “হাওর রক্ষায় আমাদের করণীয় শীর্ষক” এ সভা হয়।
সুব্রত দাশ খোকনের সঞ্চালনায় উক্ত সভায় আলোচনায় অংশ নেন-এ্যাডভোকেট ফরিদ আহমেদ, ডঃ হালিম দাদ খান, আব্দুল হালিম, আব্দুল মোনায়েম নেহেরু, আব্দুল হাই, জাকিয়া শিশির, সাদিয়া জেরিন পিয়া, শাহরিয়ার বিপ্লব, সাংবাদিক গোলাম রসুল প্রমুখ।
বক্তারা হাওর রক্ষায় নদী খনন কার্যক্রম শুরু করবার জন্য সরকারের প্রতি আহবান জানান।
তারা বলেন, সমতলের উন্নয়ন ভাবনা দিয়ে ভাটি এলাকার উন্নয়ন চালালে হাওর বিপর্যস্ত হতে বাধ্য। হাওরের চলমান উন্নয়ন কর্মকান্ড হাওর রক্ষা করে করতে হবে। হাওর উন্নয়ন প্রয়োজন কিন্তু সেই উন্নয়ন হতে হবে টেকসই উন্নয়ন। সময়মতো হাওরের বাঁধ নির্মাণ শেষ করতে হবে। হাওরের জলাবদ্ধতা এবং অকাল বন্যার সার্বিক পরিস্থিতি বিশ্লেষনপুর্বক স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি করণীয় নিয়ে বক্তারা আলোচনা করেন।
হাওর বাঁচাও আন্দোলন রাজনৈতিক দল নিরেপক্ষ সংগঠন হিসেবে হাওরের মানুষের পাশে সবসময় থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা ঢাকাস্থ হাওরপ্রেমী হাওরের মানুষজনকে নিয়ে একটি গণআন্দোলন গড়ে তুলার এবং হাওর বাঁচাও আন্দোলনকে আরও বিস্তৃত পরিসরে ভুমিকা রাখার আহবান জানান।