আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

জাকির হোসাইনঃ ভাটি বাংলার রাখাল রাজা, ভাটির পিতা, ভাটি শার্দূল মোঃ আবদুল হামিদ পুনরায় রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জে আজ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার সকল জনতার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি সকাল ১২টায় সময় কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠ থেকে শুরু করেন।

শোভাযাত্রাটি ঐতিহাসিক শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এসে শেষ করেন। এসময় ‘আবদুল হামিদের জন্য কিশোরগঞ্জ তথা সকল জেলাবাসি ধন্য আমরা ধন্য’, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ লও লও লও সালাম’ এই সকল স্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রাটিতে।

Din

ঐতিহাসিক কিশোরগঞ্জের রাষ্ট্রপতির আনন্দ শোভাযাত্রাই অংশ গ্রহণ করেছিল কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, রাষ্ট্রপতির ছোট ভাই পিন্সিপাল আবদুল হক নূরু, রাষ্ট্রপতির পুত্র রাসেল আহামেদ তুহিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক এ বি এম লুৎফর রাশিদ রানা এ্যাডভোকেট সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনিসহ বিভিন্ন স্থরের নেতৃত্বে লাখো মানুষের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। কিশোরগঞ্জের শোভাযাত্রায় আকর্ষণ ছিল সামনে দুটি সুসজ্জিত হাতি ও ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা।

Din i

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, মোটরযান শ্রমিক ইউনিয়নসহ ঢাকা থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর