হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি কলকাতাজুড়ে অটোচালকদের হাতে কয়েকটি শ্লীলতাহানি ও নারীযাত্রী নিগ্রহের ঘটনা ঘটেছে। এ পরিপ্রেক্ষিতে শুধু নারী যাত্রীদের জন্য কলকাতার রাস্তায় চলবে গোলাপি অটো। আর সেগুলো চালাবেন নারী অটোচালকরাই।
জানা গেছে, নারী অটোচালকদের এ বিষয়ে জোরদার প্রশিক্ষণ চলছে। খুব তাড়াতাড়িই তাদের দেখা যাবে অটোচালক হিসেবে। প্রাথমিকভাবে টালিগঞ্জ-হাজরা রুটে চলবে এই গোলাপি অটো।
এতে সুবিধা হবে নারী যাত্রীদের। নিশ্চিন্তে অটোয় উঠতে পারবেন তারা। পাশপাশি আয়ের মুখ দেখে আর্থিকভাবে স্বচ্ছল হবেন অটোচালকরা। এর ফলে, আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাবেন নারী ও তাদের পরিবার। এমনটাই জানালেন দক্ষিণ কলকাতার অটো ইউনিয়নের একজন নেতা। তাদের উদ্যোগেই প্রশিক্ষণ পাচ্ছেন ওই নারী অটোচালকরা।
এ বিষয়ে এক প্রশিক্ষণরত নারী অটোচালক সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন ৷ তিনি জানান, তার স্বামী পেশায় একজন অটোচালক। একজনের আয়ে সংসার চলে না, টানাটানি নিত্যদিনের। তিনি অটো চালালে, সংসারের সুবিধা হবে। সম্মানের সাথে কাজের সুযোগ পেয়ে বেশ খুশি তিনি।
তিনি একা নন, এরকম ৬০ জন রয়েছেন, যারা আশাবাদী। কেননা, অটো চালালে একই সঙ্গে দুটি সমস্যারই সমাধান হবে ৷ তাদের যুক্তি, নারীরা দেশ চালাতে পারলে, অটো চালাতে পারবেন না কেন?
সূত্র: জি-নিউজ