সরকারকে বিশেষ বাহিনী ও টাস্কফোর্স গঠন করে মানব পাচারকারী চক্রকে কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাসোসিয়েশন ফর ল রিসার্স অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
নাজমুল হক বলেন, মায়ানমার এবং বাংলাদেশের মানব পাচারে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। এই চক্র সারা দেশ থেকে কম খরচে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলে বেশিরভাগ নিম্নবিত্ত পরিবারগুলোকে টার্গেট করে এবং তারা মানব পাচার করে।
পরে এসকল পরিবার থেকেই তাদের ছেড়ে দেওয়ার কথা বলে মুক্তিপণ দাবি করে। যারা মুক্তিপণ দিতে না পারে তাদের পরিনতি কি হয় আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। অনেকে আবার মুক্তিপণ দেওয়ার পরেও ফিরে আসতে পারেনি। এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।