ইতালিতে আইএফএডির অধিবেশনে যোগ দেবেন : প্রধানমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ ইতালির রোমে জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টর (আইএফএডি) অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনের উদ্বোধনীতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি।

সোমবার ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট তৈরি করেছে মিয়ানমার সমাধানও বের করতে হবে তাদের। এ সংক্রান্ত কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন পোপ।

প্রসঙ্গত, রোববার সকালে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশ্যে রওনা হন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর