হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ অনুষ্ঠানে আয়োজন করেন উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, বাংলাদেশ মৎসজীবি সমিতির সভাপতি মাসুক নাজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।