হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ এর করিমগঞ্জ উপজেলার চলমান এসএসসি পরীক্ষার কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যান কিশোরগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ সরকারি কলেজ, করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এ ধারা অব্যাহত রাখতে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেন। পরিদর্শনকালে করিমগঞ্জ কলেজের কেন্দ্র সচিব মুশুফিকুর রহমান এবং করিমগঞ্জ পাইলট স্কুল এর কেন্দ্রসচিব হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।