হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের নেত্রী ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বাড়ির কমপাউন্ডে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। আজ সকালে ইয়াংগনে মিজ সু চি’র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মিজ সু চি’র দপ্তরের একজন কর্মকর্তা।
বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মিজ সু চি’র বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নে পি ট-তে অবস্থান করছেন।
তাঁর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন।