আদালতের নির্দেশে দাফনের ৪৩ দিন পর সিরাজগঞ্জে উর্মি খাতুন (২২) নামে এক গৃহবধুর লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ উলফৎ উপস্থিতিতে শহরের রহমতগঞ্জ কবরস্থান থেলে লাশটি উত্তোলন করা হয়। উর্মি খাতুন সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আক্তার খানের মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জাফর ইমাম জানান, গত ২৭ জুলাই সদর উপজেলার আলোকদিয়া নয়াপাড়া গৃহবধু উর্মির স্বামীর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌতুকের দাবীতে উর্মিকে শ্বাসরোধে হত্যা করেছে এমন অভিযোগ এনে তার বাবা আক্তার খান বাদী হয়ে উর্মির স্বামী ও শশুড়সহ ৭জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ময়নাতদন্তে উর্মি আত্মহত্যা করেছে-এমন প্রতিবেদন ওঠে আসায় বাদীপক্ষ আদালতে ময়নাদতন্তের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দাখিল করে।
আদালত বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে লাশ উত্তোলন করে পূণঃ ময়নাতদন্তের নির্দেশ দেন।
যে কারণে আদালতের নির্দেশেই বুধবার দুপুরে লাশ উত্তোলনের পর পূনঃ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ে