যে কারণে চুলে কন্ডিশনার করা জরুরি

চুল ধোয়ার পর অনেক নারী কন্ডিশনারের প্রয়োগ থেকে বিরত থাকেন। সপ্তাহে কয়েকবার চুল ধোয়া যেন আমাদের নিয়মিত অভ্যাসে দাঁড়িয়েছে, সেই সঙ্গে কন্ডিশনার করাও গুরুত্বপূর্ণ। কয়েকটি কারণে চুল ধোয়ার পর কন্ডিশনার করা আবশ্যক।

জেনে নিন কারণগুলো-

শ্যাম্পু করার পর চুলের ময়লা পরিষ্কার হলেও মাথার ত্বক রুক্ষ হয়ে যায়। ত্বকের এই রুক্ষতার জন্য চুল পড়ে। কন্ডিশনার প্রয়োগ করার ফলে চুল মসৃণ ও রেশমী হয় বিধায় চুল সহজে আচঁড়ানো যায় এবং চুল পড়া কমে। এটি মাথার ত্বককে মসৃণ করে চুলকে উজ্জ্বলতা দেয়। যার ফলে যে কোন স্টাইলে চুল আচড়ানো যায়।

চুলে রঙ করলে কন্ডিশনারের ব্যবহার অপরিহার্য। কারণ শ্যাম্পু করার পর চুলের রঙ ফ্যাকাশে হয়ে যায়। প্রতিবার ধোয়ার পর কন্ডিশনার করলে এ রঙ স্থায়ী হয়।

কন্ডিশনারের জন্য চুল তৈলাক্ত হয়ে যায় -আপনি কি এমন ধারণায় আতঙ্কিত? তাহলে শ্যাম্পু ও কন্ডিশনার বিপরীতভাবে প্রয়োগ করুন। প্রথমে কন্ডিশনার মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। এতে করে চুলে কন্ডিশনারের প্রভাব একই থাকবে। অপরদিকে ধুয়ে ফেলার পর চুল রেশমী হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর