রামাদির সরকারি ভবন আইএসের দখলে

ইরাকের সর্ববৃহৎ প্রদেশ আনবারের রাজধানী রামাদিতে প্রধান সরকারি ভবন দখলে নিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। ভবনটি প্রাদেশিক পুলিশের সদর দফতর হিসেবেও ব্যবহৃত হতো।

 

ভবনটি দখলের সময় ইসলামিক স্টেটের জঙ্গিরা ছয়টি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ও মর্টার শেল হামলা চালায়। ভবন দখলের পর ৫০ জন কর্মকর্তাকে বন্দি করা হয়।

 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আনববার প্রদেশ দখলে নেওয়ার জন্য ইরাকি সৈন্য ও আইএস জঙ্গিরা গত কয়েক মাস ধরে লড়াই চালিয়ে আসছে।

 

এদিকে হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকি প্রধানমন্ত্রী আল আবাদির সঙ্গে কথা বলে অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তথ্যসূত্র : বিবিসি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর