ব্রিটেনের পুলিশ বলছে, লন্ডনে মুসলমানদের ওপর আক্রমণের সংখ্যা গত বছরের তুলনায় ৭০%-এরও বেশি বেড়েছে। তারা বলছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত লন্ডনে ইসলাম-বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে ৮০০টিরও বেশি।
গত বছর একই সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে পাঁচশোটিরও কম।
ধর্ম-ভিত্তিক সংস্থাগুলো বলছে, একই চিত্র ব্রিটেনের অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে।
বেশিরভাগ হামলার শিকার হয়েছেন মুসলমান মহিলারা, তাদের ইসলামী পোশাক পরার কারণে।
মানবাধিকার আন্দোলনকারীরা বলছেন, ফ্রান্সের রাজধানী প্যারিস কিংবা ডেনমার্কের রাজধানী কোপেনেহগেনের মত শহরগুলিতে ইসলামপন্থীদের হামলার ঘটনা ঘটার পর তার জের হিসেবে অন্যান্য জায়গায় মুসলমানদের ওপর হিংসাত্মক আক্রমণের ঘটনা বেড়ে যায়।