হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায় বিধবা নারীদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে উপজেলার বড়আজলদী গ্রামের ডাক্তার বাড়ি প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করে ডা. মো. শহীদুল্লাহ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. শহীদুল্লাহ নিজ হাতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৭৫ জন অসহায় বিধবা নারীদের হাতে কম্বল এবং যাতায়াত ভাড়া তুলে দেন।
শীতের সকালে উন্নতমানের কম্বল হাতে পেয়ে উচ্ছ্বসিত হন বিধবা নারীরা। কম্বল পাওয়ায় তাদের শীতে আর কষ্ট করতে হবে না বলেও জানান তারা।
দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ডা. মো. শহীদুল্লাহ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ ছাড়াও ২০০৯ সাল থেকে বার্ষিকভিত্তিতে এসব বিধবা নারীকে অনুদান সহায়তাসহ গৃহহীনদের ঘর নির্মাণ এবং নানা ভাবে সহযোগিতা দিয়ে আসছেন।
ডা. মো. শহীদুল্লাহ বলেন, আমি চাই অসহায় মানুষের সেবা করতে। তাদের পাশে ভরসা হয়ে থাকতে। তার মরণের পরেও এ কার্যক্রম যেন অব্যাহত থাকে সেজন্য তিনি সকল ব্যবস্থা করে যাচ্ছেন বলেও তিনি জানান।