হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১০ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম. নৌশাদ খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন মেডিকেল কলেজের চেয়ারম্যান রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা হামিদ।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন ও জেলা বিএমএর সভাপতি ডা. মাহবুব ইকবাল। এসময় মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়।