হাওর বার্তা ডেস্কঃ ১১ দফা দাবিতে শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ মধুখালী শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ মধুখালী শাখার আয়োজনে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় আজ দুপুর ১২টা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. নাজির হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, রবীন্দ্র নাথ গুহ, মো. রাশেকুল আমিন, আ. মান্নান প্রমুখ।
এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষাব্যবস্থা জাতীকরণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বর্ধিত প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতিসহ ১১ দফা দাবি মেনে নেওয়ার আহব্বান করেন।