বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে এখন সাক্ষরতার হার ৬১ শতাংশ। রবিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
গণশিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে উপবৃত্তির আওতায় আরো ৫২ লাখ শিক্ষার্থীকে আনা হবে। বর্তমানে ৭৮ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পায়। শিগগিরই এটিকে এক কোটি ৩০ লাখে উন্নীত করা হবে।
তিন জানান, বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।