হাওর বার্তা ডেস্কঃ শাসক নয়, সমাজের সেবক হয়ে কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। তবে সরকারের দেওয়া ভাতার উপর নির্ভর না করে কর্মমুখী হওয়ারও আহ্বান জানান তিনি।
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।সমাজে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সরকারের গৃহীত নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের শাসক নয়, সেবক হয়ে কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য।
আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম ভাতা ব্যবস্থা চালু করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপদকালীন সমস্যা দূর করতে ভাতা দেওয়া হচ্ছে। তবে ভাতার ওপর নির্ভর না করে কর্মমুখী হতে হবে।
দরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের গৃহিত নানা পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারদিনব্যাপী সমাজসেবা মেলার উদ্বোধন করেন শেখ হাসিনা।