হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক কর্মীসভায় আশরাফ এই মন্তব্য করেন।
জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘আমি বিলেতে দীর্ঘদিন ছিলাম, সেখানে সরকারের চাকরিও করেছি। আমাদের দেশের যুবকদের দক্ষতা দেখে আমি বিস্মিত হয়েছি। আমাদের যুবসমাজ তারা দক্ষ হয়ে আসছে, আজকে দক্ষ শ্রমিক, দক্ষ প্রশাসক, দক্ষ এ দেশের আমজনতা। এ দেশটাকে কেউ আর পিছিয়ে রাখতে পারবে না।’
মন্ত্রী বলেন, ‘দেশের বাইরে গেলে সবাই আমাদের সঙ্গে কথা বলে। আমাদের দক্ষতা একশগুণ ছাড়িয়ে গেছে। দেশ অনেক এগিয়ে গেছে।’
সৈয়দ আশরাফ বলেন, ‘এক সময় কেউ বাংলাদেশে খেলতে আসত না, আজকে ক্রিকেটের আসরে বাংলাদেশ একটি নক্ষত্র। সর্বক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে।’
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য দিলারা বেগম আছমা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ অন্য নেতারা। কর্মীসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল।
এর আগে জনপ্রশাসনমন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন ৪০ মিটার দীর্ঘ দুইলেন সেতুর উদ্বোধন করেন। পরে মন্ত্রী কিশোরগঞ্জে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নরসুন্দা লেকসিটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন December, 17, 2016