মডেলিং দিয়েই শোবিজে যাত্রা শুরু করেছিলেন আনিকা কবির শখ। তবে অভিনয়ের মাঝেই তিনি বর্তমানে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সামনে কোরবানির ঈদ। ঈদকে কেন্দ্র করেই চলছে তার ব্যস্ততা। বেশ কিছু নাটকের কাজও শেষ করেছেন এরমধ্যে। কিছুদিন আগেই ‘কাছের মানুষ দূরে’ শিরোনামের একটি টেলিছবির কাজও শেষ করেছেন তিনি।
সেলিমের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এটি দারুণ একটি গল্প। রোমান্টিক ঘরানার গল্পের টেলিছবি কিংবা নাটকে অনেক অভিনয় করেছি। তবে এটি অন্য সব নাটকের চেয়ে আলাদা লেগেছে।
প্রতি বছরই ঈদ উপলক্ষে নির্মাণ হয় ‘সিকান্দার বক্স’-সিক্যুয়ালের নাটকটি। ছয় দিনব্যাপী বাংলাভিশনে প্রচার হওয়া এ নাটকটি এবারই শেষ হচ্ছে বলে জানান শখ।
সাগর জাহানের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার ক্যারিয়ারের অন্যতম একটি নাটক। মিডিয়ায় আসার পর এত এত নাটকে অভিনয় করেছি, অনেক নাটকের কথা মনে থাকবে না। কিন্তু সিকান্দার বক্স-এর কথা সারা জনমেও ভুলতে পারবো না।
বছরের শুরুর দিকে সাগর জাহানের পরিচালনায় ‘মিলার বারান্দা’ ও ‘মধ্যবিত্ত সুখ অসুখ’ নামে দুটো ধারাবাহিকের কাজ করেছেন তিনি। তবে নাটক দুটোর কোনটিই এখনও প্রচারে আসেনি। আর এই দুটি নাটকের মধ্য দিয়ে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর ধারাবাহিকে নিয়মিত হয়েছেন তিনি।
পাশাপাশি গত মার্চ মাসে একটি ইলেট্রনিকস পণ্যের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। সর্বশেষ ২০১৩ সালে পল্লব বিশ্বাসের পরিচালনায় ‘রিলেশনশিপ’ নাটকে অভিনয় করেন শখ।
উল্লেখ্য, চিত্রনায়ক রিয়াজের সঙ্গে একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করে ক্যারিয়ারের শুরুতেই সবাইকে চমকে দেন শখ। এরপর বাংলালিংকের দেশ সিরিজের নাচে-গানে ভরপুর একটি বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি দ্রুত লাইম লাইটে চলে আসেন। এটিই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এতে তার কো-আর্টিস্ট ছিলেন নিলয় ও সারিকা।
এরই ধারাবাহিকতায় গত কয়েক বছরে অসংখ্য বিজ্ঞাপনে মডেল হয়েছেন শখ। বাংলালিংকের সিরিজ ছাড়াও তিনি বিভিন্ন সময় সানসিল্ক, ক্লোজআপ, প্যারাসুট, ফেয়ারনেস ফেয়ার, নকিয়া, ওয়ালটনসহ বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছেন।