ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইটনায় ২৪ তম শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন লীলা কীর্তনের সমাপ্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • ২৯৫ বার

আজাদ হোসেন বাহাদুল-ইটনাঃ কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনার হিন্দুধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন লীলা কীর্তন উপজেলা সদরের নাথপাড়ার রাধাগোবিন্দ মন্দিরে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল বার ভোরে দধিমঙ্গল ও মোহন্ত বিদায়ের মাধ্যমে সমাপ্তি হয়।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন কৃষ্ণ ভজন লালমনিহাট, ভাইবোন বাগেরহাট, নন্দ দুলাল অষ্টগ্রাম, নবদ্বীপু মাদারীপুর, মহা শক্তি গোপালগঞ্জ সম্প্রদায়, গোপাল সংঘ সিলেট। লীলাকীর্তন পরিবেশন করেন শ্রীমতি কাকুলী গাইবান্ধা, অঞ্জলী বগুড়া, গৌর গোবিন্দ নদীপুর নওগাঁ সম্প্রদায়। অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।

উৎসব উদযাপন কমিটির সভাপতি নিত্যা নন্দ সাহা, সেক্রেটারি পল্টু বর্মণ, সহ সেক্রেটারি সত্য সাহা, সদস্য সুমন্ত বর্মণ ও রাধাগোবিন্দ মন্দিরের গোস্বাই হরিদাস বৈষ্ণব এ প্রতিনিধিকে জানান ইটনা বাসির সকলের সহযোগীতায় অনুষ্ঠান সফল ভাবে আয়োজন হওয়ায় বিশেষ করে মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান, ইটনা থানার ওসি আব্দুল মালেক রানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়াকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় ২৪ তম শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন লীলা কীর্তনের সমাপ্তি

আপডেট টাইম : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

আজাদ হোসেন বাহাদুল-ইটনাঃ কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনার হিন্দুধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন লীলা কীর্তন উপজেলা সদরের নাথপাড়ার রাধাগোবিন্দ মন্দিরে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল বার ভোরে দধিমঙ্গল ও মোহন্ত বিদায়ের মাধ্যমে সমাপ্তি হয়।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন কৃষ্ণ ভজন লালমনিহাট, ভাইবোন বাগেরহাট, নন্দ দুলাল অষ্টগ্রাম, নবদ্বীপু মাদারীপুর, মহা শক্তি গোপালগঞ্জ সম্প্রদায়, গোপাল সংঘ সিলেট। লীলাকীর্তন পরিবেশন করেন শ্রীমতি কাকুলী গাইবান্ধা, অঞ্জলী বগুড়া, গৌর গোবিন্দ নদীপুর নওগাঁ সম্প্রদায়। অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।

উৎসব উদযাপন কমিটির সভাপতি নিত্যা নন্দ সাহা, সেক্রেটারি পল্টু বর্মণ, সহ সেক্রেটারি সত্য সাহা, সদস্য সুমন্ত বর্মণ ও রাধাগোবিন্দ মন্দিরের গোস্বাই হরিদাস বৈষ্ণব এ প্রতিনিধিকে জানান ইটনা বাসির সকলের সহযোগীতায় অনুষ্ঠান সফল ভাবে আয়োজন হওয়ায় বিশেষ করে মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান, ইটনা থানার ওসি আব্দুল মালেক রানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়াকে ধন্যবাদ জানান।