বাংলাদেশ ৩৭ দেশে অন অ্যারাইভাল সুবিধা পাচ্ছে

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশকে ফ্রি ভিসা ও অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে ৩৭টি দেশ। এর মধ্যে ১৬টি দেশে ফ্রি ভ্রমণের ভিসা পাচ্ছে বাংলাদেশিরা। আর ২০টি দেশে পাচ্ছেন অন অ্যারাইভাল ভিসার সুবিধা। এছাড়া শ্রীলঙ্কা দিচ্ছে ই-ভ্রমণ ভিসা। সম্প্রতি খালিজ টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাসপোর্টের ক্ষমতায় বাংলাদেশের পয়েন্ট ৩৭। যেখানে ভারতের ৪৮ ও শ্রীলঙ্কার ৩৮। তবে এ তালিকায় পাকিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে। পাসপোর্টের ক্ষমতায় বাংলাদেশ পাকিস্তানের চেয়ে শক্তিশালী। বাংলাদেশের স্কোর পয়েন্ট যখন ৩৭, তখন পাকিস্তানের স্কোর মাত্র ২৭।
যেসব দেশ থেকে বাংলাদেশ ফ্রি ভ্রমণ ভিসা পাচ্ছে:
বাহামাস, বার্বাডোস, ভুটান, ডোমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রানাডা, হাইতি, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, লেসোথো, মাইক্রোনেশিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভানুয়াতু।

অন্যদিকে, যেসব দেশ বাংলাদেশকে অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে:
বলিভিয়া, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরোস, আইভরি কোস্ট, জিবুতি, গিনি বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মালদ্বীপ, মৌরিতানিয়া, মোজাম্বিক, নেপাল, নিকারাগুয়া, সামোয়া, সেইচেলেস, পূর্ব তিমুর, টোগো, ট্যুভ্যালু এবং উগান্ডা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর