ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সারকারখানা গ্যাসের দাবিতে আবারও বিক্ষোভ

হাওর বার্তা ডেস্কঃ গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় ফের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১০টার দিকে কারখানার প্রধান ফটক বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন সারকারখানার শ্রমিক-কর্মচারীরা। এতে কয়েকশ শ্রমিক-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সারকারখানার সিবিএ’র সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভাপতি হাজী তৈমুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, চলতি বছরের ৩ এপ্রিল সারকারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এতে কারখানার সার উৎপাদনও বন্ধ হয়ে যায়। আট মাস কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১২শ টন উৎপাদন ক্ষমতা হিসাবে প্রায় সাড়ে ৩শ কোটি টাকা মূল্যের প্রায় তিন লাখ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।

দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারী ঠিকমতো বোনাস ও লভ্যাংশ পাচ্ছেন না। দ্রুত কারখানায় গ্যাস সরবরাহ না করা হলে রাজপথ-রলপথ বন্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর