কিশোরগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে গতকাল সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ সরকারী বালিকা সদনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অধ্যক্ষ অব. মো. রফিকুল ইসলাম খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেল সুপার বজলুর রশিদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা প্রমুখ। এসময় সরকরী কর্মকর্তা, বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর