হাওর বার্তা ডেস্কঃ আজ (০৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোপদিঘী ইউনিয়নের বগাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
এ বিদ্যুৎ সংযোগের ফলে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই, নতুন বগাদিয়া, পুরান বগাদিয়া, উলুয়া, উলুয়া মোল্লাপুর ও মশুরিয়া গ্রামসহ ৬ গ্রামের ৯৬১ বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দীপক মজুমদার, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিকুল আলম মানিক, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মো. মনির উদ্দিন মজুমদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামলা ও গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বাচ্চুসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।