বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান নাশকতার ১১ মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ জামিন মঞ্জুর করেন। এর আগে আমান উল্লাহ আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আমানের জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ২ অক্টোবর আমান উল্লাহ আমান চারটি মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছর হরতাল-অবরেধের সময়ে বিভিন্ন নাশকতার অভিযোগে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। বর্তমানে আমান উল্লাহ আমান গাজীপুরে কাশিমপুর কারাগারে আটক আছেন।
আমান উল্লাহ আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, আমানের বিরুদ্ধে আরো মামলা আছে। তাই শিগগিরই তার মুক্তি পাবার সম্ভাবনা নেই।
সংবাদ শিরোনাম
১১ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা আমান
- Reporter Name
- আপডেট টাইম : ১০:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
- ৩১৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ