হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানের আগে বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
গুরুতর আহতরা হলেন, আম্বিয়া খাতুন (৪০), রমিজ উদ্দিন (৬৫), ফিরোজ মিয়া (৫০), উজ্জল মিয়া (২৮), নুনু মিয়া (২৫,) সজল মিয়া (২৩) ও শাহ আলম (৩০)। তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলার আহম্মদবাদ ইউপির রানীকোট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে আগে পরে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে মাও. নুরুল হক জিহাদীর সাথে শাহিন মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ১২ জন আহত হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয় ।