হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
গতকাল দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে অর্গানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলূশন প্রিভেনশন প্রোগ্রাম (ওয়েপ)।
একটি বর্ণাঢ্য র্যালি গুরুদয়াল সরকারী কলেজ মোড় হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ রোড, হারুয়ায় ওয়েপ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ওয়েপ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে র্যালিতে আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান রাজীব, ডিএসও’র নির্বাহী পরিচালক সাকী আক্তার, উইডু’র নির্বাহী পরিচালক লাকী আক্তার, ওয়েপ’র পরিচালক সেলিম আহমেদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিশেষে হারুয়ায় ওয়েপ কার্যালয়ে “স্বাস্থ্য আমার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে
দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়েপ সংস্থার সভাপতি মো. তারা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সংস্থার নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান রিপন, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, ডিএসও’র নির্বাহী পরিচালক সাকী আক্তার, সহকারী শিক্ষিকা শিউলি আক্তার, ছাত্রী সাবরিনা রহমান পূর্ণ প্রমুখ। এসময় সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন ওয়েপ’র প্রোগ্রাম ম্যানেজার মো. দুলাল মিয়া।