সিলেটে আনিসুল হকের মরদেহ পৌঁছেছে

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ সিলেট ওসমানী বিমান বন্দরে পৌঁছেছে। আজ (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার কিছু পরে মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০০২ লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছে। সেখান থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুন নূর তুষার বলেন, ‘তার মরদেহ সরাসরি বাসায় যাবে। সেখানে তিনি থাকবেন দুপুর ৩টা পর্যন্ত। তার আত্মীয়, স্বজন, বন্ধুবান্ধবরা সেখানে তাকে শেষ বিদায় জানাবেন। তারপর তাকে নিয়ে আসা হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সেখানেই আসরের নামাজ আদায় করা হবে। এরপরই তার জানাজা অনুষ্ঠিত হবে।’

জানাজা শেষে সন্ধ্যার আগেই বনানী কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হবে।

আব্দুন নূর তুষার বলেন, ‘সেখানে তার মায়ের কবর আছে। সেখানে তার পুত্র সন্তানের কবর আছে। সেখানে তার পুত্রসন্তানের কবরে তার সাথে সমাহিত করা হবে।’

এদিকে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল (১ ডিসেম্বর) বাদ জুমা সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর